Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সাহেবেরহাট ইউনিয়ন

২নং সাহবের হাট ইউনিয়নটি সাবেক রামগতি উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়নের দক্ষিন অংশ ছিল। পরবর্তীতে ২০০৬ ইং সালে কমলনগর উপজেলা হয়ে ১নং চর কালকিনি ইউনিয়নের দক্ষিন অংশ ২নং সাহেবের হাট ইউনিয়ন হিসেবে আত্ম প্রকাশ পায়। বর্তমানে অত্র ইউনিয়নের পূর্ব ও দক্ষিন পাশে চর ফলকন ইউনিয়ন এবং পশ্চিম পাশে মেঘনা নদী তার ওপারে ভোলা জেলা এবং উত্তর পাশে ১নং চর কারকিনি ইউনিয়ন পরিষদ অবস্থিত। অত্র ইউনিয়নের প্রথম র্নিবাচন অনুষ্ঠিত হয় ০৩/০৭/২০১১ ইং তারিখে এবং চেয়ারম্যান মেম্বার গণের শপথ অনুষ্ঠিত হয় ২৫/০৮/২০১১ ইং তারিখে। এবং ২৭/০৮/২০১১ ইং তারিখে প্রথম সভা অনুষ্ঠিত হয়। বর্তমানে ২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদের কার্যক্রম চর জগবন্ধু গ্রামে ৫নং ওয়ার্ড   চেয়ারম্যান বাজার সংলগ্ন অস্থায়ী কাযার্লয়ে পরিচালনা হরা হয়। উক্ত ইউনিয়ন পরিষদের অস্থায়ী কাযার্লয়টি লক্ষ্মীপুর জেলার অর্ন্তগত কমলনগর উপজেলা শহর হতে ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।