২নং সাহবের হাট ইউনিয়নটি সাবেক রামগতি উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়নের দক্ষিন অংশ ছিল। পরবর্তীতে ২০০৬ ইং সালে কমলনগর উপজেলা হয়ে ১নং চর কালকিনি ইউনিয়নের দক্ষিন অংশ ২নং সাহেবের হাট ইউনিয়ন হিসেবে আত্ম প্রকাশ পায়। বর্তমানে অত্র ইউনিয়নের পূর্ব ও দক্ষিন পাশে চর ফলকন ইউনিয়ন এবং পশ্চিম পাশে মেঘনা নদী তার ওপারে ভোলা জেলা এবং উত্তর পাশে ১নং চর কারকিনি ইউনিয়ন পরিষদ অবস্থিত। অত্র ইউনিয়নের প্রথম র্নিবাচন অনুষ্ঠিত হয় ০৩/০৭/২০১১ ইং তারিখে এবং চেয়ারম্যান মেম্বার গণের শপথ অনুষ্ঠিত হয় ২৫/০৮/২০১১ ইং তারিখে। বর্তমানে ২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদের কার্যক্রম চর জগবন্ধু গ্রামে ইয়াছিন পাটওয়ারী বাড়ীর সম্মুখে অস্থায়ী কাযার্লয়ে পরিচালনা হরা হয়। উক্ত ইউনিয়ন পরিষদের অস্থায়ী কাযার্লয়টি লক্ষ্মীপুর জেলার অর্ন্তগত কমলনগর উপজেলা শহর হতে ৪ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS